বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতাল গড়তে চায় চীন

অনলাইন ডেস্ক

বাংলাদেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্পেশালাইজড হাসপাতাল স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এরইমধ্যে চীনে চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করা হয়েছে।

- Advertisement -

রোববার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এমন তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, গত ডিসেম্বরে আমি চীনের কুনমিং শহর সফর করেছি। সেখানকার কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য কিছু হাসপাতাল ডেডিকেট করে দেওয়ার জন্য। সে অনুযায়ী, তারা ৪টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য ডেডিকেটেড করে দিয়েছে। এ মাসের ১০ তারিখে প্রথম দলটি চিকিৎসার জন্য সেখানে গিয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, আমি সেখানকার একটি হাসপাতাল পরিদর্শন করেছি। তাদের চিকিৎসা সেবার মান চমৎকার। তবে আমরা এতে সন্তুষ্ট নই। আমরা চাইছি বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল তৈরি হোক। চীনকে আমরা হাসপাতাল করার জন্য অনুরোধ করেছি। তারা সে ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

- Advertisement -islamibank

সংবাদ সম্মেলনে এবিষয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমরা যেকোনো ধরনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাই তখন দেশের টাকা বাইরে চলে যায়। এখন চিকিৎসা নেওয়ার জন্য মানুষ ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরে বেশি যায়। নতুন করে এখন আবার চীনের দরজা উন্মুক্ত হয়েছে। এটি আমাদের জন্য আরও একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। কারণ, চিকিৎসার খরচ এখন কমে আসবে। তবে আমরা প্রস্তাবনা দিয়েছি যেন, দেশে একটি অত্যাধুনিক চিকিৎসাসুবিধা সমৃদ্ধ হাসপাতাল করা হয়। চীন এব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM