শক্তিশালী ভূমিকম্পের ৬০ ঘণ্টা পর চারজন জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

প্রতিবেদনের তথ্য বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৭০০ ছাড়িয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, নিখোঁজ রয়েছেন ৩০০ জনের বেশি।

- Advertisement -google news follower

উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে পর্যাপ্ত সরঞ্জামের অভাবে। বিদ্যুৎ ও পানির সংকটের পাশাপাশি তীব্র গরমে দুর্গতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। আফটারশকের আতঙ্কে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

আন্তর্জাতিক সম্প্রদায় সহায়তার হাত বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র স্থানীয় সংস্থাগুলোর মাধ্যমে ২০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

- Advertisement -islamibank

রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ১০ কোটি ডলার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দেওয়া যায়।

এদিকে, ভূমিকম্পের তাণ্ডবে প্রতিবেশী থাইল্যান্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাংককে বহু স্থাপনা ভেঙে পড়েছে। উদ্ধারকাজ চলছে, আর বিল্ডিং ধসের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নির্ণয়ে আরও সময় লাগবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM