লা লিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা।
এই জয়ে শীর্ষস্থান রাখার পাশাপাশি রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
রোববার (৩০ মার্চ) রাতে ঘরের মাঠে প্রথম গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় বার্সাকে। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা।
আত্মঘাতি খাত থেকে লিড নেয় বার্সা। এ সময় জিরোনার লাদিসলাভ ক্রেজসি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর অবশ্য সমতায় ফেরে জিরোনা। ম্যাচের ৫৩ মিনিটে তাদের আরনাউত দানজুমা গোল করেন।
এরপরের গল্পটুকু অবশ্য কেবলই বার্সার। ম্যাচের ৬১ ও মিনিটে ৭৭ মিনিটে জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন রবার্ট লেভাডোভস্কি।
আর ম্যাচের ৮৬ মিনিটে জিরোনার কফিনে শেষ পেরেক ঠোকেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে।
জেএন/পিআর