পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে ১ম গ্রেড সর্বমোট ১৮ হাজার ২৫৭ টাকা, ২য় গ্রেড ১৫ হাজার ৪১৬ টাকা, ৩য় গ্রেড ৯ হাজার ৮৪৫ টাকা, ৪র্থ গ্রেড ৯ হাজার ৩৪৭ টাকা ও ৫ম গ্রেডে ৮ হাজার ৮৭৫ টাকার কথা উল্লেখ করা হয়েছে।
রোববার (১৩ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ মজুরি ঘোষণা করেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার ঐকমত্যের ভিত্তিতে ৩, ৪, ও ৫ নম্বর গ্রেডে মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর সঙ্গে ১ এবং ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে প্রতিটি গ্রেডেই শ্রমিকদের মজুরি যৌক্তিক হারে বেড়েছে।