আইপিএলে কলকাতাকে ৮ উইকেটে হারাল মুম্বাই

খেলাধুলা ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

- Advertisement -

সোমবার (৩১ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রোহিত শর্মার দল।

- Advertisement -google news follower

কলকাতার দেওয়া ১১৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও রিকেলটন।

দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ান রোহিত। অপরপ্রান্তে রিকেলটনও স্বচ্ছন্দে ব্যাট চালান। প্রথম পাঁচ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।

- Advertisement -islamibank

এরপর ষষ্ঠ ওভারে আন্দ্রে রাসেলের বলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন রোহিত। উইল জ্যাকস মাঠে নামলেও দলের জয়ের ভিত গড়ে দেন রিকেলটন।

১০ ওভার শেষে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯/১, ফলে ম্যাচের ফলাফল তখন কেবল সময়ের অপেক্ষা।

১১তম ওভারে উইল জ্যাকস বিদায় নিলে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব, যিনি মাত্র ৯ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ৪৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন রিকেলটন, যেখানে চারটি চার ও পাঁচটি ছয়ের মার ছিল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দলীয় শুরুতেই সুনিল নারিন ও কুইন্টন ডি কককে হারিয়ে চাপে পড়ে তারা।

অজিঙ্কা রাহানে ও রাগুবংশী বিপদ সামাল দেওয়ার চেষ্টা করলেও ৪র্থ ওভারে রাহানে, ৬ষ্ঠ ওভারে ভেঙ্কটেশ আইয়ার ও ৭ম ওভারে রাগুবংশী বিদায় নেন। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে রাগুবংশীর ব্যাট থেকে।

এরপর রিঙ্কু সিং ও মানিশ পান্ডে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ১১তম ওভারে তারা দুজনই ফিরে যান। রামানদীপ সিং ১২ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেললেও বাকিরা আসা-যাওয়ার মিছিলে ছিলেন।

১৬তম ওভারের দ্বিতীয় বলে শেষ ব্যাটার হিসেবে আউট হন রামানদীপ, আর ১১৬ রানে অলআউট হয় কলকাতা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM