নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অটোরিকশার ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) রাতে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কুড়াইতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাকিব ও রাকিব। এ ঘটনায় গ্রামবাসীর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আশরাফ ও তার স্ত্রী আহত হয়েছেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, চোর সন্দেহে পলাশের ভাগদী গ্রামের লোকজন সকালে একজনকে গণধোলাই দিয়েছে।
পরে রাতেও চোর সন্দেহে কয়েকজনকে গণধোলাই দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
অপর আহত তিনজনকে ঢাকায় পাঠায়। সেখানে নেওয়ার পর কেউ মারা গেছে কিনা সে বিষয়টি নিশ্চিত হতে পারিনি।
জেএন/পিআর