তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করে রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত সিনেমা ‘দেবী’ ও ‘দহন’ এ বারবার তামাকের ব্যবহার প্রদর্শন করায় এসব সিনেমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন এনজিও।
রোববার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশান (ইপসা), বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন।
তিনি বলেন, দেবী ও দহন ছবির মাধ্যমে নতুন প্রজন্ম তামাকের প্রতি আরো বেশি আকর্ষিত হবে। তাই এসব ছবির প্রতি ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইপসার প্রোগ্রাম ম্যানেজার ওমর শাহেদের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু। মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) কনভেনার সাংবাদিক আলমগীর সবুজ, সিনিয়র সদস্য কামরুল হুদা, বিটার প্রকল্প সমন্বয়কারী প্রদীপ আচার্য, তাবিনাজের চট্টগ্রাম প্রতিনিধি সায়েরা বেগম, ক্যাবের সদস্য জানে আলম প্রমুখ।
মানববন্ধনে অংশ নেয় কাশফুল, টিআইবি, সিটিজি ব্লাড ব্যাংক, আগ্রাবাদ ব্লাডডোনার্স ব্যাংক, প্রশিকা, সংশপ্তক, স্যুট চট্টগ্রামসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।