‘রিয়ালে রোনালদোর মতোই কিংবদন্তি হবেন এমবাপে’

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। নিজের স্বপ্নের ক্লাবে নাম লেখানোর পর মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে ফরাসি এই তরুণ ফুটবলারের। তবে সে সময় ছিল বেশ কঠিন। কেননা অনেকেই তখন তার উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। নিয়মিত গোল পাচ্ছিলেন না, দলের জয়ে অবদান রাখতে পারছিলেন না বলে ফ্লপ তকমাও দিয়েছিলেন অনেকেই।

- Advertisement -

তবে সেই এমবাপেই এখন রিয়ালের কান্ডারি বনে গিয়েছেন। গতকাল লেগানেসের বিপক্ষে লা লিগার ম্যাচে ৩-২ গোলের দুর্দান্ত জয় পেয়েছে রিয়াল। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়েছে রিয়াল। আর লস ব্লাঙ্কোসদের দারুণ এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপে।

- Advertisement -google news follower

জোড়া গোল করে নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোকেও ছুঁয়েছেন এমবাপে। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে (২০০৯-১০) সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল করেছিলেন রোনালদো। আর লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে নিজের প্রথম মৌসুমে এমবাপেও ৩৩ গোল করার মাইলফলক ছুঁয়েছেন। এমবাপের সামনে এখন সুযোগ রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার।

এদিকে রিয়ালের হয়ে এমবাপের এমন সাফল্যের পথচলায় বেশ আপ্লূত লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি। প্রথম মেয়াদে রিয়ালের কোচ থাকার সময় রোনালদোকেও কোচিং করিয়েছেন আনচেলত্তি। ফলে পর্তুগীজ মহাতারকাকেও ভালোভাবেই চেনেন তিনি। তাই তিনি বলছেন, এমবাপের সামনেও সুযোগ আছে রোনালদোর মতোই রিয়ালের কিংবদন্তি হওয়ার।

- Advertisement -islamibank

রিয়ালের জার্সিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগাসহ মোট ১৬টি ট্রফি জয় করেছেন রোনালদো। ক্লাবটির সর্বোচ্চ গোলদাতাও তিনি। এমবাপেও এসব রেকর্ড গড়তে পারেন ক্লাবটির হয়ে। এমনই বিশ্বাস আনচেলত্তিরও।

আনচেলত্তি বলেন, ‘আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তুলনা করাটা কঠিন। তবে আমি চাই রোনালদো রিয়ালের জার্সিতে যা অর্জন করেছে, এমবাপেও সেই অর্জনটা করুক। আমার মতে, এমন কিছু করতে অবশ্যই এমবাপের সামনে সেই সম্ভাবনা রয়েছে। যদি তেমন কিছু করতে পারে এমবাপে, তাহলে আমার বিশ্বাস, সে রোনালদোর মতোই রিয়ালে একজন কিংবদন্তীতে পরিণত হবে।’

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM