একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন, কিশোরগঞ্জ-১ শূন্য আসন ও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সোমবার (১৪ জানুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক হবে।
এর আগে চলতি সপ্তাহে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল দেওয়ার কথা বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট ও আওয়ামী লীগের স্মারকলিপির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সংসদে সংরক্ষিত নারী আসনের ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে মনোনয়নপত্র ছাপানোও হয়েছে।
সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি-ঐক্যফ্রন্ট একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে একটি সংরক্ষিত আসন পেতে পারে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।
একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ৩০ জানুয়ারি। সব কিছু দ্রুত শেষ হলে এ অধিবেশনেই সংরক্ষিত নারী সংসদ সদস্যরা যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।
৩০০ আসনের মধ্যে আটকে থাকা গাইবান্ধা-৩ আসনের ভোট হবে ২৭ জানুয়ারি।