চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষক দোলায়েত হোসেন হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত মানবন্ধনে হামলার ঘটনার খবর পাওয়া গেছে।
বুধবার (২ এপ্রিল) হেয়াকো-রামগড় সড়কে এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।
তারা জানিয়েছে শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
ফটিকছড়ি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
জেএন/পিআর