লন্ডনে মা খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক

অনলাইন ডেস্ক

প্রায় আট বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে মুক্তভাবে লন্ডনে ঈদ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঈদের দিন লন্ডন থেকে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও করেছেন তিনি। এবার ছেলে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনে পার্কে ঘুরেছেন। সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

- Advertisement -

একটি ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি পার্কে মা খালেদা জিয়াকে নিয়ে হাঁটছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া হুইল চেয়ারে বসা এবং তার পাশে হাঁটছেন তারেক রহমানসহ অন্যরা।

- Advertisement -google news follower

বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে যুক্তরাজ্যের একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন।

লন্ডনে ঈদ উদযাপিত হয় গত রোববার (৩০ মার্চ)। সেদিনের পারিবারিক ছবিতে বড় ছেলে তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে বেশ ফুরফুরে ও হাস্যোজ্জ্বল দেখা যায়।

- Advertisement -islamibank

বাংলাদেশে ঈদের দিন সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া ও তারেক রহমান।

২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ করেছিলেন তিনি। পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে কারাগারে যেতে হয় তাকে। এরপর কোভিড মহামারি দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দেয়। যদিও এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে বাসা, আবার অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া এভাবেই কেটেছে তার সময়। লিভার সিরোসিসহ নানা শারীরিক জটিলতা নিয়ে দিন কাটানো বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি পতিত সরকার।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেন রাষ্ট্রপতি। এছাড়া বেশ কিছু মামলা থেকে খালাস পান তিনি। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রী লন্ডনে যান। তিনি আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। চিকিৎসকরা সম্মতি দিলে এপ্রিলের মাঝামাঝি সময়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM