প্রিমিয়ার লিগ/লেস্টার সিটিকে ২-০ গোলে হারাল ম্যানসিটি

খেলাধুলা ডেস্ক

দুই ম্যাচ পর ইংলিশ প্রিমিয়ার লিগে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে (২ এপ্রিল) লেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।

- Advertisement -

সিটির হয়ে জয়সূচক গোল দুটি করেন জ্যাক গ্রিলিশ ও ওমর মারমুশ।

- Advertisement -google news follower

সাম্প্রতিক সময়ে ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নদের। টানা চারবার প্রিমিয়ার লিগ জেতা দলটি এবার শিরোপা দৌড় থেকে কিছুটা পিছিয়ে রয়েছে।

এমনকি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে, কারণ লিগ টেবিলের সেরা চারে থাকাই এখন তাদের প্রধান লক্ষ্য।

- Advertisement -islamibank

গত মাসে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হারের পর ব্রাইটনের বিরুদ্ধেও পয়েন্ট খুইয়েছিল সিটি।

এবার লেস্টারের বিপক্ষে তারা মাঠে নেমেছিল প্রধান স্ট্রাইকার আর্লিং হলান্ডকে ছাড়াই, যিনি ইনজুরির কারণে মৌসুমের বাকি অংশে মাঠের বাইরে থাকার শঙ্কায় আছেন।

তবে তার অনুপস্থিতি সিটির খেলায় কোনো প্রভাব ফেলেনি। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে তারা ৭৩ শতাংশ বল দখলে রাখে এবং প্রতিপক্ষের গোলমুখে ১৮টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল অন টার্গেটে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই সিটি এগিয়ে যায়। ডান দিক থেকে স্যাভিনহোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে শট নেন জ্যাক গ্রিলিশ, যা ঠেকাতে ব্যর্থ হন লেস্টারের গোলরক্ষক।

২০২৩ সালের ১৬ ডিসেম্বরের পর এটি তার প্রথম প্রিমিয়ার লিগ গোল। এরপর ২৭ মিনিটে লেস্টার গোলরক্ষক মেস হেরমানসেনের ভুল কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিশরীয় স্ট্রাইকার ওমর মারমুশ।

ম্যাচের বাকি সময়েও পুরোপুরি নিয়ন্ত্রণ ধরে রাখে সিটি, তবে আর গোলের দেখা পায়নি।

৩০ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সিটি, অন্যদিকে ৩০ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট সংগ্রহ করে ১৮ নম্বরে অবস্থান করছে লেস্টার সিটি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM