রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। তার নাম সাধন বড়ুয়া (৬৫)।

- Advertisement -

আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিক্সার যাত্রী চুনচুনি বড়ুয়া (৬৫), বিদু বড়ুয়া (৬৪), পারভীন আক্তার (৫৫) ও মোটরসাইকেল চালক বখতেয়ার হোসেন (২১) আহত হন। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

- Advertisement -google news follower

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সারাশিয়া এলাকায় সাবেরহাট থেকে রাজারহাট যাওয়ার পথে মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় গাড়ি দু’টি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায় এবং মোটরসাইকেল চালক সহ অটোরিক্সার চার জন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে রাজারহাট স্থানীয় চিকিৎসকের কাছে নেয়ার পথে অটোরিক্সা যাত্রী সাধন বড়ুয়ার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM