প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার জন্য শর্ত জুড়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর সংলাপে ৩০ ডিসেম্বরের নির্বাচন বিষয়ক এজেন্ডা থাকলে তাতে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেবে।
তিনি বলেন, গতবারের মতো সংলাপ হলে তা অর্থবহ হবে না। আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান নির্বাচন বাতিল করতে হবে। অযোগ্য এ নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।
ঐক্যফ্রন্ট নিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, কোনো দ্বন্দ্ব নেই।
বালাগঞ্জ উপজেলায় নির্বাচনি সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েমের পরিবারের খোঁজখবর নিতে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুলসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
উল্লেখ্য, রোববার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।