শহীদদের জন্য দোয়ার আয়োজন করে জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী

অনলাইন ডেস্ক

জুলাই আন্দোলনে শহীদদের জন্য দোয়ার আয়োজন করে প্রায় আট মাস জেল খেটে দেশে ফিরলেন ১০ সৌদি প্রবাসী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান। তাদের মধ্যে কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

- Advertisement -

জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে ঘরোয়াভাবে দোয়ার আয়োজন করে গ্রেফতার হন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তার মধ্যে ১০ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি সরকার।

- Advertisement -google news follower

এদিকে দেশে ফিরে এসে বিমানবন্দরে নেমে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কয়েক সৌদি প্রবাসী। ইয়াকুব নামে একজন প্রবাসী ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশ সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সরকারের সহযোগিতায় আমরা প্রায় ৮ মাস পর বন্দিখানা থেকে মুক্তি হতে পেরেছি। গত বছরের ৯ আগস্ট বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমরা একটা আয়োজন করেছিলাম। সৌদি আরব সরকার বলেছে কোনো বাংলাদেশি মিছিল, ব্যানার, পোস্টার করলে তাদের ধরে দেশে ফেরত পাঠিয়ে দিতে। আমরা সে দেশের আইনকে শ্রদ্ধা জানিয়ে গত ২০ বছর সেখানে অবস্থান করেছি। কিন্তু আমাদের ভুল ছিল এতটুকুই, আমরা জানতাম না যে ঘরোয়াভাবেও আয়োজন করা অন্যায়।’

তিনি আরও বলেন, ‘সৌদি আরব খাবারের জন্য অনেক বিখ্যাত। তারা গরিব মানুষকে খাইয়ে থাকে, আমরা সেই বিবেচনায় আন্দোলনে শহীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম।’

- Advertisement -islamibank

ওপর এক প্রবাসী কুমিল্লার মো. জামিল হোসেন বলেন, আমরা যা করেছি ঘরোয়াভাবে করেছি, সৌদি আরবের আইন লঙ্ঘন করি নাই। সৌদি সরকার আমাদের বন্দি করেছে ঠিকই, কিন্তু সেটা আওয়ামী লীগের লোকজনের ইন্ধনে। আমরা যারা ফিরে এসেছি সবাই ঠিকাদারি ব্যবসায়ী। আমরা বিএনপির সমর্থক। অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আমাদের সৌদি নিষেধাজ্ঞা উঠিয়ে যেন সে দেশে আবার যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমাদের লাখ লাখ টাকার জিনিসপত্র সেখানে রয়ে গেছে।

এ সময় সরকারের সহযোগিতা নিয়ে তারা কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও জানান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ