জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতে তাকে রাতে ক্রিকেট মাঠে দেখা গেছে। সেই সঙ্গে গ্রাম্য দোকানে ক্যারাম খেলতেও দেখা গেছে তাকে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে সারজিস আলম ছবিগুলো পোস্ট করে লিখেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে মাঠের দিকে খেলাধুলামুখী করতে হবে।’
তিনি আরো বলেন, ‘সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তরুণদের সঙ্গ দিতে এবং উদ্বুদ্ধ করতে একসাথে মাঠে।’
ছবিতে দেখা গেছে, রাতে আলো জ্বালিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এতে ব্যাট হাতে সারজিস আলমকে দেখা যায়। দর্শকদের সঙ্গে কুশলাদি বিনিময়ও করেন তিনি।
অন্যদিকে, আরেকটি ছবিতে তাকে স্থানীয়দের সঙ্গে ক্যারাম খেলতে দেখা যায়।
সারজিস আলম এবার নিজ এলাকা পঞ্চগড়ে ঈদুল ফিতর উদযাপন করছেন বলে জানা গেছে।
জেএন/এমআর