চট্টগ্রামের সাতকানিয়ায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ২২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তুলাতলী বাজারের পূর্ব পার্শ্বের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. দেলোয়ার হোসেন। সে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জলিয়ার বর বাড়ির মো. আবদুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রতিবন্ধী ওই নারীকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে। সেদিন তার শোর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলেও ধর্ষককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তবে সবশেষ গতকাল মধ্যরাতে ওই নারীকে ফের ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় লোকজন দেলোয়ারকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ধর্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ধর্ষকের বিরুদ্ধে থানায় ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জেএন/পিআর