চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন ব্রীজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে ভাসমান জেলেদের মাছ ধরার জালে উঠে এল ৬৫ বছর বয়সী এক উপজাতী নারীর লাশ।
শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে লাশ দেখতে পেয়ে নদী পাড়ে জাল টেনে সেটি উদ্ধার করে জেলেরা।
মৃত ওই নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। সে বেতবুনিয়া উপজেলার ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।
জেলেরা জানান, সকালে নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার কাছে একটি জাতীয় পরিচয় পাওয়া গেছে এবং ঘটনাটি থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানায়, মৃত নারীর কাছে পাওয়া একটি জাতীয় পরিচয়ের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে টিম রাঙ্গুনিয়া।
জেএন/পিআর