কর্ণফুলী নদীতে মাছ ধরার জালে উপজাতী নারীর লাশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন ব্রীজের সরফভাটা অংশে কর্ণফুলী নদীতে ভাসমান জেলেদের মাছ ধরার জালে উঠে এল ৬৫ বছর বয়সী এক উপজাতী নারীর লাশ।

- Advertisement -

শনিবার (৫ এপ্রিল) ভোর ৭টার দিকে লাশ দেখতে পেয়ে নদী পাড়ে জাল টেনে সেটি উদ্ধার করে জেলেরা।

- Advertisement -google news follower

মৃত ওই নারীর নাম সামাপ্রু মারমা (৬৫)। সে বেতবুনিয়া উপজেলার ৯৬নং কলমপতি বড়পাড়া গ্রামের সুইচাবাই চৌধুরীর মেয়ে।

জেলেরা জানান, সকালে নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে উদ্ধার করে একটি সিএনজি অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

তার কাছে একটি জাতীয় পরিচয় পাওয়া গেছে এবং ঘটনাটি থানায় অবহিত করা হলে পুলিশ লাশটি থানায় নিয়ে যান।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানায়, মৃত নারীর কাছে পাওয়া একটি জাতীয় পরিচয়ের সূত্র ধরে স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সাথে কথা বলে মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে টিম রাঙ্গুনিয়া।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM