আনোয়ারায় বসতঘরে ডাকাতদলের হানা, টাকা ও স্বর্ণ লুট-আহত ৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঝিউরি গ্রামের ডা. রঞ্জিত দত্তের বসতঘরে মধ্যরাতে হানা দিয়েছে ১৮ থেকে ২০ জনের একটি ডাকাতদল।

- Advertisement -

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে মই বেয়ে ছাদের উপর দিয়ে ডাকাত দল ওই বসতঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

- Advertisement -google news follower

বাঁধা দিতে গেলে ডাকাত দলের সদস্যদের হামলায় ওই পরিবারের সদস্য এবং প্রতিবেশীসহ অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডাকাতদের আক্রমণে আহতরা হলেন-ক্ষতিগ্রস্ত পরিবারের জুয়েল দত্ত (৪৫), বিজয় দত্ত (৪০), তমা দত্ত (১৪), শান্তা দত্ত (৩৫) এবং প্রতিবেশী টিটু (৩৮), উত্তম (২৫), শম্বু (৬০) ও নিতাই (৫৫)।

- Advertisement -islamibank

ক্ষতিগ্রস্তরা জানান, মধ্যরাতে বিজয় দত্তের বসতঘরের ছাদে মই দিয়ে উঠেন ডাকাতদল। পরে সিড়ি বেয়ে নিচে নেমে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলেন। ভয়ে চিৎকার করলে ঘরের নারী-পুরুষ সদস্যদের মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলেও তাদেরকে আহত করে পালিয়ে যায় ডাকাতদল।

খবর পেয়ে শনিবার (৫ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সোহানুর রহমান সোহাগ, ও অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।

পরিদর্শন শেষে পুলিশের এই কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভুক্তভোগীদের ভাষ্য মতে, এটি একটি পরিকল্পিত ঘটনা। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM