রামগড় যেহেতু বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা, তাই এখানে চোরাকারবারিদের অপতৎপরতা রয়েছে। শিগগির চোরাকারবারিদের বিরুদ্ধে প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করবে।
খাগড়াছড়ির রামগড়ে সোমবার (১৪ জানুয়ারি) আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে মাদক পাচার অনেকটাই কমে এসেছে। পাচারকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন সজাগ রয়েছে। খবর পেলেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
সভায় আরো বক্তব্য রাখেন পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, প্যানেল মেয়র আহসান উল্যাহ, রামগড় থানার ওসি তারেক মো. হান্নান, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ আলম।