কেইপিজেড কর্তৃপক্ষের হাতে ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর

অনলাইন ডেস্ক

কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্তৃপক্ষের কাছে ২,৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।

- Advertisement -

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম এ দলিলটি হস্তান্তর করেন।

- Advertisement -google news follower

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, এই দলিল হস্তান্তরের মাধ্যমে প্রায় দুই যুগ ধরে চলতে থাকা কোরিয়ান ইপিজেড এর অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যে নিরসন হয়েছে।

এর ফলে কোরিয়ান ইপিজেড-এ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

- Advertisement -islamibank

দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), চট্টগ্রাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসন, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM