‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত

বিনোদন ডেস্ক :

ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিতব্য ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করা হয়েছে।

- Advertisement -

আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ পূর্বনির্ধারিত এ কনসার্ট সাময়িক স্থগিতের কথা জানিয়েছে।

- Advertisement -google news follower

আগামী শুক্রবার (১১ এপ্রিল) এ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে সোমবার ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি কনসার্টটি এক দিন পিছিয়ে শনিবার (১২ এপ্রিল) সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল আজ রাতে এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

- Advertisement -islamibank

তারা বলেন, ‘এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততধিক অমানবিক।’

এমন প্রেক্ষাপটে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (১১ এপ্রিল) রাজধানী ঢাকাসহ চার শহরে পূর্বনির্ধারিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়ে পরের দিন শনিবার সর্বজনীনভাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল।

কিন্তু এই সিদ্ধান্ত আজ সোমবার রাতে পরিবর্তন করে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল ‘স্বাধীনতা কনসার্ট’-এর এই সিদ্ধান্ত আজকে রাতে ঘোষণা করেছেন।

নেতৃদ্বয় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে দেশের আপামর জনগণকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM