বাঁশখালীতে বাড়ির উঠান থেকে সিএনজি চুরি,ধরা ৪

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজি অটোরিকশা চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে ৪ চোর। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

- Advertisement -

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলা কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম হালিমের বাপের বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক চারজন হলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈইটং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জেসমিনের বাপের বাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহাদাত হোসেন (২১), ২ নম্বর ওয়ার্ড এলাকার মোজাহের মিয়া ছেলে মো. একরাম মিয়া (১৯), ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে শাহাদাৎ হোসেন (২০) ও টৈইটং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকার মো. করিম (২০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, বুধবার গভীর রাতে হালিমের বাপের বাড়ির উঠানে রাখা ইউসুফের সিএনজি অটোরিকশাটি চুরি করে পালাচ্ছিলেন চোর চক্র।

- Advertisement -islamibank

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে সিএনজিসহ চারজনকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরিও উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানা পুলিশের হাতে তুলে দিলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোররা সিএনজি চুরির ঘটনাটি স্বীকার করে।

রামদাশহাট তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচি জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ