চট্টগ্রাম বোর্ডে এবছর এসএসসি পরীক্ষার্থী কমেছে ৪৬৬৩ জন

শিক্ষা ডেস্ক :

সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে হলে বসেছে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা। প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে দুপুর একটা পর্যন্ত।

- Advertisement -

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

- Advertisement -google news follower

২০২৪ সালে ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশ নিলেও এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার ৬৬৩ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানা যায়, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছে ৭৯ হাজার ১৬২ জন এবং ছাত্র ৬১ হাজার ৭৬৫ জন।

- Advertisement -islamibank

ছাত্র-ছাত্রীদের মধ্যে মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৮ হাজার ৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৭৩৪ জন এবং মানোন্নয়ন ১১৩ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৬৫ জন, ছাত্রী ৭৯ হাজার ১৬২ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী রয়েছে ৯৯ হাজার ২৪৬ জন।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে চট্টগ্রাম বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM