মার্চে শুরু উপজেলা নির্বাচন, ভোট হবে ৫ ধাপে

মার্চের প্রথম সপ্তাহ থেকে দেশে উপজেলা নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচটি ধাপে।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

- Advertisement -google news follower

হেলালুদ্দীন আহমদ বলেন, “মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোট শুরু করা হবে। এ লক্ষ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে ইসি। তফসিল ঘোষণার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষা এবং রমজান মাসের বিষয়টি মাথায় রাখা হচ্ছে।”

উপজেলা ভোটেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগের উপজেলা নির্বাচন নির্দলীয়ভাবে হলেও এবার দলীয় প্রতীকে পূর্ণাঙ্গ নির্বাচন হবে।’

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM