আইনজীবী আলিফ হত্যার ১১ আসামির জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আইনজীবী মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকাশ আলিফ হত্যা মামলায় ১১ আসামিকে জামিন দেননি আদালত।

- Advertisement -

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান তাদের জামিন নামঞ্জুর করে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -google news follower

জেলে পাঠানো ১১ আসামিরা হলেন প্রেম নন্দন দাশ বুজা (১৯), রনপ দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম।

- Advertisement -islamibank

ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের উপর হামলা করে চিম্ময় দাশকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করে। এসব ঘটনায় একটি হত্যাসহ সাতটি মামলা করা হয়।

এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ