কর্ণফুলী নদী থেকে নিখোঁজ সাম্পান মাঝির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চর থেকে নিখোঁজ সাম্পান মাঝি জাবেদ আহমেদ (৪৫)র মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের খবরে সদরঘাট নৌ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

- Advertisement -google news follower

মৃত জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বারের বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।

এর আগে বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিন চালিত কাঠের নৌকা (টেম্পু) ছুঁটে গেলে সেটি বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন মাঝি জাবেদ।

- Advertisement -islamibank

স্বজনরা নৌ-পুলিশের সহায়তা নিয়ে অনেক খোঁজাখুঁজি পরেও তার সন্ধান মেলেনি। নিখোঁজের প্রায় ৩০ ঘন্টা পর নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদরঘাট নৌ থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ইনচার্জ মো. একরামুল হক জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

স্বজনদের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM