রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৪। এর উৎপত্তিস্থল ছিলো বাংলাদেশ-ভারত সীমান্তে।
এর আগে গত ২৮ মার্চ দুপুরে বাংলাদেশে দু’দফায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিখটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ মাত্রার রিখটার স্কেলে অনভূত হয়। এর উৎপত্তিস্থল ছিলো মিয়ানমারের সাগাইংয়ে।
ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারেরও বেশি মানুষ মারা যান। আর আহত হন আরও কয়েক হাজার মানুষ।
জেএন/পিআর