গ্যাস–সংকটে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ

অনলাইন ডেস্ক

রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

- Advertisement -

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

- Advertisement -google news follower

সিইউএফএল সূত্র জানায়, গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে ইউরিয়া উৎপাদনে গ্যাস নেয় সিইউএফএল।

- Advertisement -islamibank

সর্বশেষ চলতি বছরের গত ৩ জানুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকলে তিন সপ্তাহ পরে গত ২৫ জানুয়ারি উৎপাদনে ফিরে।

এর আগে ২০২৪ সালে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল দীর্ঘ দশ মাস।

জানা যায়, কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হয়। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত।

অপর দিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে গ্যাস সংকটের কারণে কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ