নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর বদলে খরচ কমেছে। এখন থেকে গ্রাহকরা মাত্র ৫৮ টাকায় সেবাটি নিতে পারবেন।
সোমবার (১৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে সরকার। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
গেজেটে বলা হয়, ‘এমএনপি সেবাগ্রহণের ক্ষেত্রে, বর্তমান অপারেটরের সিমকার্ডের পরিবর্তে নতুন অপারেটরের সিম কার্ড গ্রহণের ক্ষেত্রে, প্রতিটি সিমকার্ডের বিপরীতে উহাদের উপর আরোপনীয় সমুদয় মূ্ল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হলো।’
এখন এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের সঙ্গে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এবং ভ্যাটসহ মোট ১৫৮ টাকা খরচ দিতে হয়।
প্রসঙ্গত, গত অক্টোবর থেকে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।