ফটিকছড়িতে ঘরের তালা ভেঙে টাকা-স্বর্ণালংকার ও ল্যাপটপ চুরি

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট মাইজভান্ডার সড়কের ধুরুমকুল রহমানীয়া বাজারস্থ জনৈক সারদুল আলমের ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

- Advertisement -

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ডুকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, কাপড়চোপসহ দামি মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল।

- Advertisement -google news follower

ক্ষতিগ্রস্ত সারদুল আলম জানান,ব্যবসায়ীক কাজে আমি বাইরে ছিলাম। পরিবারের অন্যান্য সদস্যরাও রবিবার দুপুরে ঘরে তালা দিয়ে বেড়াতে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করা।

- Advertisement -islamibank

সব কক্ষ ভালভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় চোরের দল তার বাসায় রক্ষিত নগদ টাকা,স্বর্ণালংকার ও ল্যাপটপসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে।

চুরির ঘটনাটি থানায় অবহিত করা হয়েছে জানান ক্ষতিগ্রস্ত সারদুল আলম।

এবিষয়র ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, বাসা চুরির একটি অভিযোগ পেয়েছি।

ঘটনাটি তদন্ত করে ঘটনাটি গুরুত্ব দিয়ে চোরচক্রকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ফটিকছড়ি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM