আনোয়ারায় শাশুড়ি রশিদা হত্যা মামলার প্রধান আসামি মানিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় শাশুড়ি রশিদা খাতুনকে হত্যার অভিযোগে থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি জামাতা মো. হেলাল উদ্দিন মানিককে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

ঘটনার পর এক মাসেরও বেশি সময় পলাতক থেকে অবশেষে রবিবার (১৩ এপ্রিল) রাতে কক্সবাজারে ধরা পড়ে মানিক। সে আনোয়ারার ওষখাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

- Advertisement -google news follower

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজারে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।

পরে পুলিশ ও র‍্যাবের বিশেষ টিম সেখানে যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার মানিককে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

জানা গেছে, দুই বছর আগে পেশায় রাজমিস্ত্রি মানিকের সাথে বিয়ে হয় নারগিসের। বিয়ের পর থেকেই সাংসারিক অভাবের কারণে স্ত্রীকে কর্ণফুলী ফ্যাক্টরিতে কাজে যোগ করান মানিক এবং বাপের বাড়ি থেকে ঋণের টাকা যোগাড় করে দেয়ার জন্য স্ত্রীকে প্রায়ই মারধর করত।

একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে থাকতে শুরু করলে ঘটনার আগের দিন মানিক ফোন করে দুই হাজার টাকা দাবি করে। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে মানিক তাদের দেখে নেওয়ার হুমকি দেয়।

গত ৯ মার্চ (রবিবার) ভোরে ঋণের টাকা নিয়ে মানিকের সাথে স্ত্রী নারগিস আকতার ও শাশুড়ি রশিদা আকতারের বাকবিতন্ডা হয়।

একই দিন সকালে স্ত্রী চাকরিতে চলে গেলে শাশুড়িকে লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায় মানিক। স্থানীয়রা রশিদার চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখেন তিনি লাশ হয়ে জমিতে পড়ে আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM