তুমব্রু সীমান্তে মিয়ানমারের পিলার নির্মাণ!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে নো-মেন্স ল্যান্ডের তুমব্রু খালের উপরে পিলার নির্মাণ করেছে মিয়ানমার।

- Advertisement -

সোমবার (১৪ জানুয়ারি) সকালে বিজিবির কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খানের নেতৃত্বে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

- Advertisement -google news follower

বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে তুমব্রু বাজারের পার্শ্ববর্তী নো-মেন্স ল্যান্ড এলাকায় তুমব্রু খালের উপরে পিলারসহ পাকা স্থাপনা নির্মাণ করছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে স্থাপনাটি সেতু নাকি বাঁধ, এটি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্নের সৃষ্টি রয়েছে।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে বিজিবির কমান্ডার কর্নেল এস এম বায়েজিদ খান জয়নিউজকে বলেন, সীমান্তের তুমব্রু খালের উপরে মিয়ানমার কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া সংস্কার করছে। খালের উপর আগে কাঠের খুঁটি ছিল, সেটি পানিতে নষ্ট হয়ে যাওয়ায় সেখানে আরসিসি পাকা পিলার দেওয়া হচ্ছে। এটি কোনো সেতু কিংবা বাঁধ নয়। তবে নো-মেন্স ল্যান্ডে কেন তারা এটি নির্মাণ করছে, তা জানতে চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপিকে বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।

ঘুমধুম ইউপি সদস্য আবদুর রহিম ও মোহাম্মদ ফরিদ জানান, কয়েকদিন আগে খালের পাশে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি পিলারের মত পাকা স্থাপনা ও খুঁটি তৈরির কাজ করছে। তবে এটি সেতু নাকি বাঁধ তা সঠিক বলতে পারছি না।

অপরদিকে সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের দাবি, কাঁটাতারের বেড়ার ওপাশে নো-মেন্স ল্যান্ডের পার্শ্ববর্তী তুমব্রু সীমান্তে মিয়ানমার আবারো সেনা টহলের সংখ্যা বাড়িয়েছে।

এ ঘটনায় সীমান্তের নো-মেন্স ল্যান্ডে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের মধ্যেও আতঙ্কা দেখা দিয়েছে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM