টঙ্গী ফ্লাইওভারের উপর সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত

অনলাইন ডেস্ক

ঢাকার টঙ্গী ফ্লাইওভারের উপরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মুক্তার হোসেন (৪২) নামে রাঙ্গুনিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১৬ এপ্রিল) ভোরে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়।

- Advertisement -google news follower

নিহত মুক্তার হোসেন রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদ নগর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তার চাকরি সুবাদে ঢাকায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। পাশাপাশি ব্যবসাও করতেন৷

- Advertisement -islamibank

ব্যবসায়িক কাজে তিনি নওগা গিয়ে বুধবার ভোরে বাসায় ফিরছিলেন। ফেরার পথে তিনি এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদুল ইসলাম জানান, বুধবার ভোরে টঙ্গী ফ্লাইওভারের উপরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি মুক্তারকে ধাক্কা দিয়ে চলে যায়।

তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM