উখিয়া থেকে অপহৃত রোহিঙ্গা শিশুর লাশ মিলল সাতকানিয়ায়,আটক ১

অনলাইন ডেস্ক

কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত ১৩ বছরের শিশু একরামের মরদেহ পাওয়া গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়।

- Advertisement -

আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পাঠানি পুল এলাকাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

নিহত আকরাম উখিয়া উপজেলার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্প-১০ এর বসবাসরত মো. ইদ্রিসের ছেলে‌।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, গত ৩ এপ্রিল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

- Advertisement -islamibank

স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে শিশুটির সন্ধান না পেয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত একজনের অবস্থান চিহ্নিত করে অভিযান চালায় পুলিশ।

গত ১৩ এপ্রিল সাতকানিয়ার নয়াখাল এলাকার একটি ইটভাটা থেকে আটক করেন।

পরে তার স্বীকারোক্তিতে আজ বুধবার সকালে উখিয়া ও সাতকানিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাঠানিপুল এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার‌ করে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM