খাগড়াছড়িতে দুই টেকনিশিয়ানকে ‘অপহরণ’

দেশজুড়ে ডেস্ক :

খাগড়াছড়ির মানিকছড়িতে একটি বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। আজ শনিবার দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর একটার দিকে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা।

সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

- Advertisement -islamibank

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুই জন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি।’

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলায় ৮টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার ভাংচুর ও আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM