খাগড়াছড়ির মানিকছড়িতে একটি বেসরকারি মোবাইল ফোন নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতরা হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। আজ শনিবার দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর একটার দিকে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের কাছে ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা।
সেখানে অস্ত্রধারীরা টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুই জন টেকনিশিয়ান অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি।’
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলায় ৮টি মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার ভাংচুর ও আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
জেএন/পিআর