চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকার আমৃতলা মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী।
আজ রবিবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম ইয়াছিন। বয়স ১১ বছর। সে মধ্যম শাকপুরা আমৃতলা এলাকার নুরুল ইসলাম সওদাগরের পুরাতন বাড়ির সিএনজি চালক মো. আজগরের ছোট সন্তান।
ইয়াছিন স্থানীয় আমৃতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
জানা গেছে, অন্যান্য দিনের মতোই ইয়াছিন মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় একই পুকুরে গোসল করতে আসা অপর এক শিশু ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে লোকজন জড়ো করে।
পরে তার কাছ থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনা শুনে স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, দুপুর ১টা ২০ মিনিটে ইয়াছিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তখনই পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
জেএন/পিআর