চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ওই বাসার গৃহকর্মী নুর জাহান আক্তার (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ওয়াপদা গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, থানায় এসে এক ব্যক্তি গতকাল চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার বাসা থেকে স্বর্ণ চুরি হয়েছে।
এ ঘটনা তদন্ত করতে গিয়ে ওই বাসার গৃহকর্মী নুর জাহানের সম্পৃক্ততা পাই। রাতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে স্বর্ণ বিক্রির এক লাখ ৬ হাজার টাকা উদ্ধার করে টিম খুলশী।
জেএন/পিআর