চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী ও বিএনপি নেতা ব্যবসায়ী আবদুল গফুরসহ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
রবিবার (২০) এপ্রিল রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই গ্রুপেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষে হঠাৎ গুলিবর্ষণ হলে স্থানীয় জনতা গুলিসহ হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় ও ২০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে গুলিসহ আটক যুবকের নাম মো. সুজন প্রকাশ বোম সুজন। সে নিষিদ্ধ সংগঠন আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় থানা পুলিশের টিম।
এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।
জেএন/পিআর