পেঁয়াজের দাম এতটাই পড়ে গেছে যে ভারতের চাষিদের কষ্টের ফলানো পেঁয়াজ এখন গরুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে।কলকাতায় কেজি প্রতি পেঁয়াজ এখন মাত্র পাঁচ পয়সায় বিক্রি হচ্ছে!
ভারতীয় গণমাধ্যম জানায়, নাশিকের নিপাড এলাকায় গত নভেম্বরে কেজিপ্রতি ১ টাকা ৪১ পয়সা করে পেঁয়াজ বিক্রি হয়েছে।
এ নিয়ে দেশটিতে শোরগোল হওয়ায় প্রধানমন্ত্রীর দফতর থেকে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।নাশিকের পেঁয়াজ চাষিদের কাছে গিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন প্রশাসনের কর্মকর্তারা। দু’মাস পেরিয়ে গেলেও সমস্যার কোনো সমাধান হয়নি।
এদিকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে চাষির ঘরে। পুরানো পেঁয়াজের চারা বেরিয়ে যাচ্ছে। এখন বাজারে কেজিপ্রতি ৫ পয়সা পেঁয়াজের দর। তাই পেঁয়াজ তারা বিক্রি করছেন না। আবার কষ্টের ফলানো পেঁয়াজ ফেলেও দিতে পারছেন না কৃষকরা ।
কৃষকদের এ সমস্যার সমাধানে রাখালরা গরুর গাড়ি নিয়ে এসে পেঁয়াজ তুলে নিয়ে যাচ্ছে। তারা সেই পেঁয়াজ গরুকে খাওয়াচ্ছে।