যে কারণে এক যুগেরও বেশি সময় কাশ্মীর যাননি শাহরুখ

বিনোদন ডেস্ক :

ভারত অধিকৃত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে হামলার ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বলিউডের অনেক তারকাদের। গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া নিরীহ পর্যটকেদের আত্মার শান্তি কামনা করেছেন শাহরুখ খান।

২০১২ সালে যশ চোপড়া প্রযোজিত ছবি ‘যব তক হ্যায় জান’-এর শুটিং করতে প্রথম কাশ্মীরে পা রেখেছিলেন শাহরুখ। বাবার কথা রাখতেই নাকি তার আগে কখনও কাশ্মীরে যাননি তিনি। ১৫ বছর বয়সে বাবাকে হারিয়েছেন শাহরুখ।

- Advertisement -islamibank

অভিনেতা জানিয়েছেন, তার বাবা জীবনে একবার হলেও ইস্তাম্বুল, প্যারিস এবং কাশ্মীর ঘুরে দেখার কথা বলেছিলেন।

শাহরুখের কথায়, ‘বাবা বলেছিলেন কাশ্মীর একা যেও না। কাশ্মীর আমি তোমায় ঘুরিয়ে দেখাব। আসলে আমার ঠাকুমা জন্মসূত্রে কাশ্মীরি। তাই বাবা কাশ্মীরের গলিঘুঁজি সব চিনতেন।’

২০১২ সালের আগে পর্যন্ত বহুবার কাশ্মীরে যাওয়ার সুযোগ এসেছে শাহরুখের কাছে। শুটিং হোক কিংবা পরিবারের তরফে বেড়াতে যাওয়ার অনুরোধ, কাশ্মীর যাওয়ার কথা উঠলেই তার বাবার কথা মনে পড়ে যেত বলে জানিয়েছিলেন শাহরুখ। বাবার হাত ধরে কখনও কাশ্মীর দেখা হবে না ভাবতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠত শাহুরখের।

তবে ২০১২ সালে যশ চোপড়া যখন ছবির শুটিংয়ের জন্য কাশ্মীর যাওয়ার কথা বললেন, শাহরুখ না করতে পারেননি।

অভিনেতার কথায়, ‘যশ চোপড়া আমার বাবার মতোই। তাই তার অনুরোধ ফেলতে পারেনি। সেই প্রথম কাশ্মীর গিয়ে আমার মনে হয়েছিল বাবাও তো এই রাস্তা দিয়েই হাঁটতেন, এই পরিবেশেই বেড়ে উঠেছিলেন বাবা।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ