কাতার বিশ্ববিদ্যালয়ে ‘তিন শূন্য’ তত্ত্ব নিয়ে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবেন। বক্তব্যে তিনি তার ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর আলোকপাত করবেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

- Advertisement -google news follower

পরে, প্রধান উপদেষ্টা তার চারদিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০ টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট (দোহা সময়) পর্যন্ত অনুষ্ঠিত হবে।

- Advertisement -islamibank

এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ