চট্টগ্রামের হাটহাজারীর বালুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে। পরে ধাওয়া করে ওই থ্রি-হুইলারকে আটক করে চালককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
একই অভিযানে ৫ গাড়িকে সাত হাজার টাকা জরিমানা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করার আদেশ দেয়া হয়।
দণ্ডিত আবদুল গণি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন সন্দ্বীপ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে থ্রি-হুইলার চালিয়ে চালক আবদুল গণি কর্তব্যরত পুলিশ ফোর্সকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন।
এসময় পুলিশ ওই থ্রি-হুইলারটি আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই চালককে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেএন/পিআর