সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রকৌশলী নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় রডবোঝাই একটি ট্রাকচাপায় মো. সোলাইমান (৩৩) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে।

- Advertisement -

গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট ও কেএসআরএম কারখানার মাঝামাঝি স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত সোলাইমান উপজেলার ভাটিয়ারির উত্তর বাজার এলাকার নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে। সে বেসরকারি প্রতিষ্ঠান রয়েল সিমেন্ট কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার রাতে কেএসআরএম স্টিল ও রয়েল সিমেন্টের মাঝামাঝি স্থানে একটি জেনারেটর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত শেষে ফেরার পথে রডবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. সোলাইমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -islamibank

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জাফর আহম্মদ বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM