চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জব্বারের বলী খেলার ১১৬তম আসর। আজ (শুক্রবার) বিকেলে বলীদের লড়াই শুরু হবে।
বিকেলে বলী খেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
খেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে বসেছে বৈশাখী মেলা। লালদিঘী মাঠের আশপাশের প্রায় দেড় বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই মেলা বসছে।
মেলা উপলক্ষ্যে তৈরি দোকানে মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি ও পুতুল, বেত-কাঠ ও বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্র, হাতপাখা, মাছ ধরার পলো, ডালা, কুলো, গাছের চারা, মুড়ি মুড়কি, শীতল পাটি, দা-বটি, ছুরিসহ গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে।
জানা গেছে, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার স্থানীয় আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদিঘী মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা। যা সময়ের পরিক্রমায় জব্বারের বলী খেলা নামে পরিচিতি পায়। বৈশাখের ১২ তারিখে লালদিঘীর ময়দানে বলী খেলা হয়। এ উপলক্ষ্যে তিনদিন ধরে চলে মেলা।
২০২০ ও ২০২১ সালে করোনার কারণে জব্বারের বলী খেলা ও মেলার আয়োজন হয়নি। এর পর থেকে পুনরায় নিয়মিত লালদিঘীর মাঠে ঐতিহাসিক জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
জেএন/এমআর