বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক

বোয়ালখালীতে দেশিয় অস্ত্রসহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকা থেকে লে. কর্ণেল মোঃ সালাহ উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

এ সময় ৪ রাউন্ড রাইফেল এ্যামোনিশন, ১০ রাউন্ড শটগান এ্যামোনিশন, ৩টি পাসপোর্ট, ২৫ টি মোবাইল ফোন, ২১ টি দেশীয় অস্ত্র ও ১ লাখ ৭৬ হাজার ৪শত ২৫ টাকা জব্দ করা হয়।

- Advertisement -google news follower

আসামিরা হলো-শহিদুল আলম (৩৮), মো. জানে আলম নান্নু (৪০), জুবায়েদ আকবর (২৬), মো. মোর্শেদ (৪৭)।

বোয়ালখালী উপজেলার লে. কর্ণেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, তারা খরণদ্বীপ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং জব্দকৃত মালামাল ও সুস্থ অবস্থায় আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM