ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়েরকৃত হত্যা মামলার পলাতক আসামি মো. লোকমানকে ৩৪ বছর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭।

- Advertisement -

গোপন সোর্সের খবরে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার লোকমান হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকার আমিন শরিফের ছেলে।

র‌্যাব জানায়, তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা রয়েছে। ১৯৯১ সালে ফটিকছড়িতে সংগঠিত এক হত্যা মামলায় সে এজহারভুক্ত পলাতক আসামি।

- Advertisement -islamibank

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ফকিছড়ি থানা থেকে জানানো হয়, আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ