সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় ওই শিশুটির বাবা-মাসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত শিশুটির নাম জাকিয়া ইসলাম (৫)।

- Advertisement -google news follower

দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮), মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) এবং গাড়ির চালক মো. রায়হান (২৪)। হতাহত ব্যক্তিরা সবাই পিকআপ ভ্যানটিতে ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে তাঁদের ফায়ার সার্ভিস উদ্ধার করে। এরপর প্রথমে তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন ভোলা জেলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে ঢাকা থেকে পরিবার ও মালামালসহ চট্টগ্রামে আসছিলেন জামাল উদ্দিন।

পিকআপের সামনে চালক ও সহকারী বসা ছিলেন। জামাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা পিকআপ ভ্যানের পেছনে রাখা মালামালের ওপর বসে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।

মালামালসহ তাদের বহন করা পিকআপ ভ্যানটি বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানের সজোর ধাক্কা লাগে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। আহত হন শিশুটির মা, বাবা, ভাই ও আত্মীয়-স্বজনসহ ৭ জন।

পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মালবাহী পিকআপভ্যানটি থানায় এনে রাখা হয়েছে।

আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শিশুর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM