আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম সম্প্রতি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়েছেন।
শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্স রাজুর স্ত্রী ইতি। হিরো আলম রিয়ার সঙ্গে ম্যাক্স রাজু সম্পর্কের কথাও ফাঁস করেন।
হিরো আলম বলেন, মৃত্যুশয্যায় বাবার কাছে না থেকে রিয়া মনি ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি।
রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার এবং ম্যাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।
এসময় ইতি বলেন, আমার স্বামীর (ম্যাক্স রাজু) নাম মুখে নিতে আমার ঘৃণা লাগে। তবে, রিয়া মনিকে ধন্যবাদ। কারণ, আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছে।
জেএন/পিআর