পটিয়ায় বিক্রয় প্রতিনিধিকে ছুরি মেরে টাকা ছিনতাই,গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিক্রয়কর্মী মিল্টনের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৩ ছিনতাইকারীকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

- Advertisement -

গতকাল শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তির হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

- Advertisement -google news follower

এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ও নগদ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি ও সিএনজি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন-উপজেলার জিরি ইউনিয়নের সাইঁদাইর এলাকায় নবাব মিয়ার ছেলে তৌহিদুল ইসলাম(২৪), একই এলাকার মৃত মতিউর রহমানের ছেলে রবিউল হাসান সাগর (২২) ও মফিজের ছেলে মো নজরুল ইসলাম (২৪)।

- Advertisement -islamibank

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর এলাকার কেডিএস দীঘি সংলগ্ন আশা এনজিও অফিসের সামনে ম্যাক ডিস্ট্রিবিউশন নামের একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি মিল্টন সেনকে অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী চাকু দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে কোম্পানির সেলসের নগদ ১ লাখ ৬৪ হাজার ৫৩০ টাকা, ২টি স্মার্ট মোবাইল ও কোম্পানির মিনি প্রিন্টার ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় মিল্টন সেন বাদি হয়ে শনিবার পটিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হয় তিন ছিনতাইকারী।

গ্রেপ্তার তিনজনই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য জানিয়ে পুলিশ বলছে, সংঘবদ্ধ এ ছিনতাইকারী চক্রটি আশপাশের বিভিন্ন এলাকায় দিনদুপুরে চাকু ও ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে মানুষের সর্বস্ব লুটে নেয়।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, বিক্রয়কর্মীর দায়ের করা মামলায় শনিবার দুপুরে শান্তিরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করে টিম পটিয়া।

একইদিন বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তিন ছিনতাইকারী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ